স্কলারশিপ এওয়ার্ডিং সিরেমনি
পার্ট-২
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের এসএন- ৪ ও এসএন- ৫ ব্যাচের ৬ জন মেধাবী ছাত্রকে স্কলারশিপ এওয়ার্ড দেয়ার দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে একটি করে বই পুরুস্কার দেয়া হয়।
মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জ বিএমএ-এর প্রেসিডেন্ট ডা. মাহবুব ইকবাল, কিশোরগঞ্জ স্বাচিপ-এর প্রেসিডেন্ট ডা. দীন মোহাম্মদ এবং ইন্সেপ্টা ফার্মাসিউটিক্যাল লি: এর জিএম মি. মইনুল ইসলাম।
সভাপতিত্ব করেন : অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা।
বইয়ের নাম : স্মৃতির পাতা থেকে
লেখিক: ডা. সাদেকুল ইসলাম তালুকদার
প্রকাশক : বাংলানামা
প্রচ্ছদ : আল নোমান
অনুষ্ঠানটি স্পসর করেছে: ইন্সেপ্টা ফার্মাসিউটক্যাল লি: